পাবনার ঈশ্বরদী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই এসএসসি পরীক্ষার্থী। নিহতরা হলেন মো. হৃদয় (১৭) এবং মো. নয়ন (১৭)। ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ এপ্রিল) রাতে হৃদয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও নয়ন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
হৃদয় ছিলেন ঈশ্বরদীর সুলতানপুর পূর্বপাড়ার বাসিন্দা। নয়ন গাইবান্ধার হলেও ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের নানাবাড়িতে থেকে পড়াশোনা করছিলেন। উভয়েই দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতিতে ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন তারা মোটরসাইকেলে ঘুরতে বের হলে আটঘরিয়া উপজেলার দেবোত্তর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নয়ন এবং পরবর্তীতে রাত ১টার দিকে হৃদয় মারা যান।
দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, “নয়ন ও হৃদয় দুজনেই মেধাবী শিক্ষার্থী ছিল। তাদের এই অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।