Some Populer Post

  • Home  
  • ঢাবিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা
- পাবলিক বিশ্ববিদ্যালয়

ঢাবিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা

উপাচার্যের নেতৃত্বে শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণ, সম্প্রীতির বার্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা। সোমবার (৩১ মার্চ) ঈদের প্রথম জামাতের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল […]

উপাচার্যের নেতৃত্বে শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণ, সম্প্রীতির বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা। সোমবার (৩১ মার্চ) ঈদের প্রথম জামাতের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টার পর শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র সংগঠনের নেতারা।

শোভাযাত্রাটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন,

“বর্তমানে দেশ কঠিন সময় পার করছে। এই পরিস্থিতিতে সবাইকে ভেদাভেদ ভুলে সৌহার্দ্য, সম্প্রীতি আর সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হতে হবে। পরস্পরের পাশে দাঁড়ানোর মাধ্যমে উন্নত, মানবিক ও সহনশীল সমাজ গড়ে তুলতে হবে।”

তিনি আরও সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে

Campus Today — শিক্ষার্থীদের খবর, ক্যাম্পাস লাইফ, ক্যারিয়ার ও শিক্ষা বিষয়ক সকল আপডেটের বিশ্বস্ত মাধ্যম।

Email Us: info@campustoday.press

Contact: +880123467891

Top Categories

Campus Today  @2025. All Rights Reserved.