Some Populer Post

  • Home  
  • ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের প্রতিবাদ
- পাবলিক বিশ্ববিদ্যালয়

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের প্রতিবাদ

বৃহস্পতিবার (২০ মার্চ) যোহরের নামাজের পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জি.এম.এ.জি ওসমানী হল থেকে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ‘ফ্রী ফ্রী প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রী’, ‘মুসলিম […]

বৃহস্পতিবার (২০ মার্চ) যোহরের নামাজের পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জি.এম.এ.জি ওসমানী হল থেকে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ‘ফ্রী ফ্রী প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রী’, ‘মুসলিম ফর লাইফ, মুসলিম ইউনাইট’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ইহসান ইলাহী সাবিক। তিনি বলেন, “এই সমাবেশের উদ্দেশ্য দুটি — প্রথমত, আল্লাহর কাছে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য দোয়া করা এবং দ্বিতীয়ত, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলা।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের বর্বর হামলায় সারা বিশ্বের মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে। মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সকল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা।”

৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. আবদুল মুনাফ বলেন, “মুসলিম দেশগুলোর একতাবদ্ধ হওয়ার এখনই সময়। একত্রিত হলে ইসরায়েলের আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া সম্ভব হবে।”

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলের চলমান আগ্রাসন রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

উল্লেখ্য,

ইসরায়েলি বাহিনী গত মঙ্গলবার থেকে গাজার বিভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৪০০ জনের বেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে শতাধিক শিশু রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে

Campus Today — শিক্ষার্থীদের খবর, ক্যাম্পাস লাইফ, ক্যারিয়ার ও শিক্ষা বিষয়ক সকল আপডেটের বিশ্বস্ত মাধ্যম।

Email Us: info@campustoday.press

Contact: +880123467891

Top Categories

Campus Today  @2025. All Rights Reserved.