নিয়মে আসছে পরিবর্তন, এখনো চূড়ান্ত হয়নি সময়সূচি
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এর আগে ১৮তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ১৯তম নিবন্ধনের পরীক্ষায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। এসব পরিবর্তন নিয়ে প্রাথমিক আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। পরিবর্তিত নিয়মাবলি নির্ধারণের পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, “বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি। তবে আমাদের নীতিমালায় প্রতিবছর একটি নিবন্ধনের কথা বলা আছে। সে অনুযায়ী চলতি বছরেই ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে।”
উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষা পাস করা বাধ্যতামূলক। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৮টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। এর মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে।